পর্তুগালের বিশ্বকাপ ২০২২ মিশনে কাঁটা হয়ে আছে নর্থ মেসেডোনিয়া

CR7 ভক্তদের জন্য এক বিরাট দুশ্চিন্তার নাম নর্থ মেসেডোনিয়া। আগামী ২৯ শে মার্চ বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে পর্তুগাল মুখোমুখি হবে নর্থ মেসেডোনিয়ার। সবার কাছে একটা প্রশ্ন খুব জোরালো হচ্ছে আর তা হল, ইতালীকে তো বিদায় করে দিল নর্থ মেসেডোনিয়া এবার কি তাহলে পর্তুগালের পালা? তাহলে ক্রিশ্চিয়ানো কি তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটিই খেলতে পারবেন না? এই রকম নানা কিছু নিয়ে চলুন কথা বলা যাক।

 নর্থ মেসেডোনিয়া দলটির নাম আপনারা শুনুন কিংবা না শুনুন এবারের কোয়ালিফাইয়ারের পারফর্মেন্সে তাদের কথা ফুটবল বিশ্বে তারা খুব ভালো ভাবেই জানান দিয়েছে। শুরু করা যাক গ্রুপ পর্বের বাছাই পর্ব থেকে। গ্রুপ J তে এই দলের সঙ্গী ছিল ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানী, রোমানিয়া, আইসল্যান্ড, আর্মেনিয়া এবং লিচেনস্টাইন । গ্রুপ পর্বে নর্থ মেসেডোনিয়া এর ফলাফলঃ

নর্থ মেসেডোনিয়ার বিশ্বকাপ বাছাইইয়ের গ্রুপ পর্বের ম্যাচফলাফল
রোমানিয়া বনাম নর্থ মেসেডোনিয়া৩-২
নর্থ মেসেডোনিয়া বনাম লিচেনস্টাইন৫-০
জার্মানী বনাম নর্থ মেসেডোনিয়া১-২
নর্থ মেসেডোনিয়া বনাম আর্মেনিয়া০-০
আইসল্যান্ড বনাম নর্থ মেসেডোনিয়া২-২
নর্থ মেসেডোনিয়া বনাম রোমানিয়া০-০
লিচেনস্টাইন বনাম নর্থ মেসেডোনিয়া ০-৪
নর্থ মেসেডোনিয়া বনাম জার্মানী০-৪
আর্মেনিয়া বনাম নর্থ মেসেডোনিয়া০-৫
নর্থ মেসেডোনিয়া বনাম  আইসল্যান্ড ৩-১

গ্রুপ পর্বের ফলাফলের দিকে তাকালে এটা স্পষ্ট যে নর্থ মেসেডোনিয়া যেদিন ভালো খেলবে সেদিন বিপক্ষ দল যেই হউক না কেন হারিয়ে দিতে পারবে। তাঁর প্রমাণ হল ইতোমধ্যে ২ লেগের ১ লেগে জার্মানীকে ১-২ গোলে হারিয়েছে এবং এবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালীকে ৯২ মিনিটে গোল দিয়ে বিশ্বকাপ থেকেই বিদায় করে দিয়েছে। এর অর্থ কিন্তু খুবই সহজ । এরা পর্তুগালকেও হারিয়ে দিতে পারে যদি যথাযথ পরিকল্পনা অনুযায়ী না আগায় পর্তুগাল কারণ এদের আত্মবিশ্বাস তুঙ্গে । নর্থ মেসেডোনিয়া গ্রুপ পর্বে ২৩ গোল করেছে যা তাঁদের গ্রুপে দ্বিতীয় সর্বোচ্চ , বিপরীতে ১১ গোল হজম করেছে যা ৪র্থ। এদের গোলের নায়কদের মধ্যে A. Trajkovski  Enis Bardhi অন্যতম।

পর্তুগাল যদি শুরুর দিকে গোল আদায় করতে না পারে তাহলে এই ম্যাচ জেতা রোনালদো এর দলের জন্য কষ্টকর হয়ে যাবে। তাঁদের গ্রুপ পর্বের খেলা বিশ্লেষণ করলে দেখা যায় কাউন্টার এটাক নির্ভর নর্থ মেসেডোনিয়া দলটি সাধারণত যদি কম সুযোগও আদায় করতে পারে সেই সুযোগকে কাজে লাগানোই তারা পারদর্শী । 

তাই, পর্তুগাল যদি সুযোগের সদ্ব্যবহার করে দ্রুত গোল আদায় করতে না পারে সেক্ষেত্রে এই ম্যাচের ফলাফল যেকোন দিকেই যেতে পারে, অনেকটা বলতে পারেন এই মুহুর্তে ক্রিশ্চিয়ানোর পর্তুগালের বিশ্বকাপ ২০২২ মিশনে কাঁটা হয়ে আছে নর্থ মেসেডোনিয়া। আপনি যদি রেকর্ডের দিকে তাকান নিঃসন্দেহে পর্তুগাল যোজন যোজন এগিয়ে তবে ফুটবলে সেই নির্দিষ্ট দিনে আপনি যদি সুযোগ কাজে লাগাতে না পারেন তাহলে আপনি যে দলেই হউন না কেন পরাজয় নিশ্চিত।

ফুটবল ভক্তরা চাই এ সময়ের সেরা ফুটবলার সবাই বিশ্বকাপ খেলুক, না হয় হয়ত বিশ্বকাপ তাঁর সৌন্দর্য্য হারাবে। শুভ কামনা রইল CR7

Share

2 thoughts on “পর্তুগালের বিশ্বকাপ ২০২২ মিশনে কাঁটা হয়ে আছে নর্থ মেসেডোনিয়া

  1. wonderful post, very informative. I wonder why the other specialists of this sector don’t notice this. You should continue your writing. I am sure, you’ve a great readers’ base already!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Lean Blog by Crimson Themes.